Wellcome to National Portal

Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ ফেব্রুয়ারি ২০২৩

অর্জনসমূহ (ইমপ্রুভমেন্ট অফ পাবলিক ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ডেলিভারি থ্রু ইমপ্লিমেন্টেশন অফ বিএসিএস অ্যান্ড আইবাস++ )

এই স্কিমের প্রধান অর্জনগুলি নিম্নরূপ:

  • বাজেট প্রণয়ন, বাস্তবায়ন, হিসাব নিকাশ এবং প্রতিবেদন প্রস্তুতিতে নতুন BACS চালু করা হয়েছে।

  • স্বয়ংক্রিয় চালান (A-CHALLAN) পদ্ধতি চালু করা হয়েছে যা সরকারি রাজস্ব সংগ্রহ ব্যবস্থাপনাকে একীভূত করে, চালানের জালিয়াতি রোধ করে এবং সরকারি কোষাগারে রাজস্ব/ফি তাৎক্ষণিকভাবে জমা দেয়া নিশ্চিত করে।

  • প্রতিরক্ষাসহ  শতভাগ সরকারি কর্মচারী EFT দ্বারা বেতন পাচ্ছেন।

  • ৮টি মন্ত্রণালয়/বিভাগের অধীনে ২৫টি সামাজিক নিরাপত্তা কর্মসূচির প্রায় ২.৭৩ কোটি সুবিধাভোগী EFTএর মাধ্যমে সরাসরি আর্থিক সুবিধা পাচ্ছেন। ২০২১-২২ অর্থবছরে প্রায় ১৬,৬৮৬ কোটি টাকা EFT এর মাধ্যমে দেয়া হয়েছে।

  • ক্রমান্বয়ে সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানকে পিএল অ্যাকাউন্ট সিস্টেমের আওতায় আনার কার্যক্রম চলমান আছে। বর্তমানে ২৫টি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এই সিস্টেম ব্যবহার করছে এবং ২০২৩-২৪ অর্থবছরের মধ্যে ১০০টি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানকে এই সিস্টেমের আওতায় আনা হবে।

  • TSA-কে কার্যকর করার জন্য সরকারি সকল দপ্তরের ব্যাংক অ্যাকাউন্ট এর তথ্য সরবরাহ করার জন্য iBAS++-এ একটি সাব মডিউল তৈরি করা হয়েছে। ইতোমধ্যে, এ মডিউলে বিভিন্ন প্রতিষ্ঠানের ১০,০৭৪টি ব্যাংক অ্যাকাউন্টের তথ্য পাওয়া গেছে। ২০২৩-২৪ অর্থবছরে এ কাজ সম্পন্ন করা হবে।

  • ৫টি সেলফ অ্যাকাউন্টিং এনটিটি (SAEs) – গণপূর্ত অধিদপ্তর, সড়ক ও জনপথ অধিদপ্তর, বন, রেলওয়ে, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর iBAS++ ব্যবহার করছে এবং CGDF, রেলওয়ে, ডাক বিভাগে iBAS++ বাস্তবায়িত হচ্ছে।

  • বার্ষিক ও ত্রৈমাসিক বাজেট বাস্তবায়ন প্রতিবেদন অর্থ বিভাগের ওয়েবসাইটে নিয়মিত প্রকাশিত হচ্ছে।

  • ISO 27001 নিরাপত্তা মান অনুযায়ী iBAS++ নিরাপত্তা উন্নত করা হচ্ছে।

  • মাঠ পর্যায়ের বাজেট প্রণয়নের কভারেজ বৃদ্ধি করা হয়েছে। এ পর্যন্ত ৬৬৯টি মাঠ পর্যায়ের অফিস অনলাইনের মাধ্যমে তাদের বাজেট প্রস্তুত করেছে এবং আগামী বছরে (২০২৩-২৪) প্রায় ১,৭২২ টি মাঠ পর্যায়ের অফিস তাদের বাজেট প্রস্তুত করবে।

  • ৭৮টি বিদেশি মিশনের মধ্যে ২০টিতে iBAS++ চালু করা হয়েছে, বাকি মিশনে iBAS++ চালু করা হচ্ছে।